তেল গ্যাস ও চালের মূল্যের উর্ধ্বগতি রোধে বরিশালে বিক্ষোভ সমাবেশ

তেল গ্যাস ও চালের মূল্যের উর্ধ্বগতি রোধে বরিশালে বিক্ষোভ সমাবেশ

তেল, গ্যাস ও চালের দামের উর্ধ্বগতি রোধ এবং নগরীর রসুলপুর চরে অবৈধ উচ্ছেদ বন্ধ করার দাবীতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক ফেডারেশন। 

বুধবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা কৃষক ফেডারেশনের সভাপতি হারুন ভান্ডারীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক হালিম মহুরী, প্রচার সম্পাদক ইউসুফ আকন এবং জেলা কৃষানী সভা নেত্রী রেহেনা বেগম মিতু সহ অন্যান্যরা। 

সমাবেশে বক্তারা বলেন, করোনাকালে কৃষক শ্রমিক ভূমিহীন মানুষ ঋনের বোঝা সামলে না উঠতেই দেশে তেল, গ্যস ও চাল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূলের উর্ধ্বগতির খড়গ চাপিয়ে দেয়া হয়েছে। লঞ্চ এবং বাস ভাড়াও ইচ্ছেমত সাধারণ মানুষের উপর চাপিয়ে দিয়ে এক ধরনের শোষণ চালাচ্ছে সরকার। সমাবেশে রসুলপুর চরে একটি সরকারী সংস্থার অবৈধ উচ্ছেদ কার্যক্রম বন্ধের দাবী জানান বক্তারা। 

সমাবেশ শেষে একই দাবীতে কৃষক ফেডারেশনের একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।